Sunday, January 29, 2017

Ambulance এর সামনের নামটা উল্টা লেখা হয় কেন ?

*স্টিকার উলটা লাগিয়েছে তাই ?
-না
*আজরাইল যাতে পড়তে না পারে...!!
-না
*দেখে যেন মানুষের ভীতি আসে ।তাড়াতাড়ি সাইড দিবে ।
-ব্যাপারটা তা ও না






ঘটনাটি হল  সামনের গাড়ীর ড্রাইভার যেন তার ব্যাকগ্লাস দিয়ে সঠিক বানান দেখতে পারে আর সাথে সাথে এ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেয় সামনে যাওয়ার জন্য। সব দেশেই এ্যাম্বুলেন্স এর নাম উল্টা করে লেখা থাকে। যেটা সামনের ড্রাইভার তার ব্যাক গ্লাস দিয়ে দেখলে এর উল্টা প্রতিবিম্ব দেখতে পায়, যা সঠিক বানান হয়ে যায়।যাতে সামনের গাড়ির  আয়নায় এইটা সুজা প্রতিফলিত হয় এবং সামনের গাড়িটি সরে যায়।

No comments:

Post a Comment