Friday, March 11, 2016

কাজি তরিকুল ইসলাম স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে মিয়ারহাটবাসীরা একত্রিত।।

আমাদের মাঝে আর নেই কাজি তরিকুল ইসলাম স্বপন ভাই (ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)স্বপন  ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে  মিয়ারহাটবাসীরা একত্রিত বিভিন্ন জায়গায়  দেশী প্রবাসীরা একত্রিত মিয়ারহাট স্থানীয় ,ঢাকাস্থ মিয়ারহাট বাসী , সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা, কাতার প্রবাসী  মিয়ারহাটবাসীরা সবাই একত্রিত  ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে বসবে ,কাতার প্রবাসীরা আজ দোহায় বসবে , এভাবে মালেয়েশিয়া ,ইতালি, আমেরিকা,ইউরোপের সবাই সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এগিয়ে আসবেএক নজরে দেখে নিন বিভিন্ন মাধ্যমের বিভিন্ন সাড়া

প্রিয় দেশী প্রবাসী বন্ধুরা ,
আসসালামু আলাইকুমঅত্যান্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি বিগত ০৬-০৩-২০১৬ ইং রবিবার দিবাগত রাত ১টায় অস্ত্রধারী একদল ডাকাতকে মিয়ারহাট বাজারের দোকানে ডাকাতি করার সময় আমাদের যুব সম্প্রদায়ের অহংকার ,সাহসী প্রতিবাদী, মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী কাজি তরিকুল ইসলাম (স্বপন) পীর বাদশা মিঞ্জার প্রতিষ্টিত হাটের সম্মান রহ্মাথে জীবনের ঝুকি নিয়ে প্রতিরোধ করার চেষ্টাকালে ডাকাতের ছোড়া বুলেট দেশীয় অস্ত্রের আঘাতে চরমভাবে জখমবলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়
পরের দিন সোমবার (০৭-০৩-২০১৬ ) বেলা ১২টা১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)

প্রিয় বন্ধুরা,
মিয়ারহাট বাজার, স্কু্‌ল,জনসাধারন ,পরিবার ,পরিজন,বন্ধুমহল সবকিছু আছে।নেই শুধু আমাদের বন্ধু সাহসী ও প্রতিবাদী কাজি তরিকুল ইসলাম (স্বপন) ।
আসুন আমরা সবাই মিলে তার রেখে যাওয়া নিষ্পাপ দুটি মেয়ে ও তার অসহায় স্ত্রীর পাশে আথিক সাহায্যের হাত বাড়াই , আপনার এই সামান্য সাহায্য-ই হতে পারে তার অসহায় এতিম নিষ্পাপ মেয়ে দুটোর বেচে থাকার অবলম্বন।
অনুরোধ ক্রমে ।
আল-মামুন মৃধা - (০১৭১৬১৯৭২৫০)
আঃ রাজ্জাক মাল - (০১৭৪৩৯৯১১৫০)
কাজী মোহন - (০১৭১২৪৬৮৫৬২)
কালাম বেপারী - (০১৭১৪৯৩২২১৫)
মুফাজ্জেল মাল - (০১৭১৫৭১৮৮১৪)
মশিউর রহমান - (০১৭১৮৪১৩৫৯৪)
জাকির শিকদার - (০১৭২০৪৮৩৩১৮)

 সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীদের  ব্যাপক সাড়া


একটি মানবিক আবেদন
মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী, সকলের পরিচিত, মিয়ার হাটের কৃতি সন্তান, শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম স্বপন ভাই আজ আর আমাদের মাঝে নেই। গত ৬ই মার্চ গভীর রাতে মিয়ারহাটে ডাকাতিকালে ডাকতদের অপকর্মে বাধা দেওয়ায় কারণে ডাকাতের গুলিতে ও ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সপন ভাই। এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ মার্চ দুপুরের দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
তার মতো একজন সাহসী, তারুণ্যের প্রতীক, পরোপকারী মানুষকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে সেই ব্যর্থতাকে ঘোচানোর সুযোগ আমাদের সামনে রয়েছে। তার মাসুম দুটি বাচ্চা (মেয়ে) ও দিশেহারা স্ত্রীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে পারি আমরা। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা তাদের বেঁচে থাকার সম্বল হতে পারে। হতে পারে মাথার উপর ছায়া। আসুন স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে তার জন্য কিছু করি। আমাদের কর্ম দিয়ে সপন ভাইয়ের বিদেহী আত্মার শান্তি আনায়ন করি। আসুন সপন ভাইয়ের পরিবারের জন্য কিছু করতে আমরা সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা একত্রিত হই।
তারিখ : ১৩ মার্চ ২০১৬, রোববার
স্থান : জামান সেন্টার, সেরাঙ্গন রোড।
সময় : বিকেল ৫টা
যোগাযোগ :
১. সাহাবুদ্দিন সিকদার +65 91921427
২. মো. মহিউদ্দিন তুহিন +65 84328391
৩. মহসীন সরদার +65 85525393
৪. আসাদুজ্জামান খান +65 84838253
৫. ইমাম সিকদার +65 90786257
                                       ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে

একটি জরুরী ঘোষণা...।
ঢাকায় অবস্থানরত মিয়ার হাটের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।।
স্বপন ভাই আমাদের জন্য প্রান বিসর্জন দিয়েছেন, আমরা কি তার জন্য কিছু করতে পারি না? সবার কাছে আমার প্রশ্ন।।
আমরা সবাই আমাদের প্রিয় স্বপন ভাইয়ের কথা জানি,তার সাহস,কর্ম আমাদের চিরদিন স্মরণ থাকবে, ভুলবো না আপনাকে। স্বপন ভাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।
স্বপন ভাইয়ের চলে যাওয়া যদি আপনার মাঝে সামান্য পরিমাণ সহানুভূতি জাগায়, তাহলে চলে আসুন, বাড়িয়ে দিন আপনার হাত।
আগামী ১১ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট সবাই T.S.C ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকার অনুরোধ করছি।
প্রয়োজনেঃ
মলয় (01736711964)
কামরুল হাসান (০১৭৪১১২৬৫১৯)
কাজী মোহন  (01914803060)
মিজানুর রহমান (০১৯১১৯৮৭৬২৮)
সোলেমান (01736246829) 
আল মারুফ  (০১৭৭২৩২৯২৭৭)
সিদ্দিকুর রহমান (০১৭৩৪৮১৫২৫২)
মোস্তাফিজ (01723274045)