Saturday, April 30, 2022

Fun Club of Miar Hat এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের ৫ম সিজনের ১ম কনটেস্ট

Fun Club of Miar Hat এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের ৫ম সিজনের ১ম কনটেস্ট। এবারের কনটেস্টে রয়েছে তিনটি ক্যাটাগরি। একজন ব্যক্তি যেকোন দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। তবে দুইটি ক্যাটাগরির ভিতরের সাব-ক্যাটাগরির একাধিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।



🔰কনটেস্ট এর বিষয় সমূহঃ

১. সাহিত্যকর্ম

i. কবিতা, ছড়া

ii. গল্প, প্রবন্ধ

iii. খন্ড-উপন্যাস, নাটক

২. সাংস্কৃতিক কর্ম (ভিডিও’র ম্যাধমে স্পষ্টভাবে তুলে ধরতে হবে)

i. গজল

ii. কবিতা আবৃতি

iii. গান

৩. দৃশ্যায়ন দক্ষতা

i. ভিডিও (ফুড ও স্থান ব্লগিং, শৈশব বা যেকোন মার্জিত বিষয়)

ii. চিত্রাঙ্কণ

iii. ফটোগ্রাফি

iv. Meme (শালীন)


🔰কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলিঃ

✅অংশগ্রহণ প্রত্যাশীরা আগামী সোমবার (২৫ এপ্রিল, ২০২২) সকাল ১০:০০ টা হতে আগামী শনিবার (৩০ এপ্রিল, ২০২২) দুপুর ২ঃ০০ টা পর্যন্ত এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবে।

✅অবশ্যই সকল অংশগ্রহণকারীকে নিজের সৃষ্টিকর্ম আপলোড করতে হবে (কোনভাবেই অন্যের বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা কিছু গ্রহণযোগ্য হবে না)। একই সাথে ফটোগ্রাফি বা অঙ্কনের ক্ষেত্রে একাধিক ছবি গ্রহণযোগ্য নয়।

✅মাত্র ২-৩ লাইনের মধ্যে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনে নিম্নে উল্লেখিত হ্যাশট্যাগগুলো থাকা বাধ্যতামূলক এবং বিশেষক্ষেত্রে পোষ্ট সংক্রান্ত # (হ্যাশট্যাগ) দেয়া যাবে।

#fcmeidcontest2022 #fcmcontest2022 #funclubmiarhat

🔰 কনটেস্টের মান বন্টনঃ-

✅রিঅ্যাক্টঃ ২০

(আপনার পোস্ট করা সাহিত্য কর্ম, সাংস্কৃতিক পারফর্মেন্স, দৃশ্যায়ন দক্ষতা নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট পেলো তার উপর নির্ভর করে আপনার প্রাপ্ত নম্বর হিসাব করা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ রিঅ্যাক্টধারীর রিঅ্যাক্ট সংখ্যা হবে মানদন্ড)

✅ কমেন্টঃ ২০

(আপনার পোস্ট করা বিষয়বস্তুর উপর নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ কমেন্টধারীর কমেন্ট সংখ্যা হবে মানদণ্ড)

❌(এক আইডি থেকে একাধিক কমেন্ট গ্রহণযোগ্য হবে না)

✅হ্যাশট্যাগঃ ১০

(সঠিকভাবে উপরে উল্লেখিত হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে উক্ত নম্বর আপনার প্রাপ্ত নম্বর হিসেবে যুক্ত হবে)

✅ বিচারকমন্ডলীঃ ৫০

(বিচারকমন্ডলী আপনার পোস্ট করা বিষয়বস্তুর স্বত্বগত যাচাই ও ক্যাটাগরি অনুযায়ী বিচার বিশ্লেষণ করে প্রাপ্ত নম্বর দিবেন)

🔰বিজয়ী নির্বাচন ও পুরস্কার ঘোষণাঃ

✅উপরে উল্লেখিত এই মোট ১০০ নম্বরের মধ্যে ৩ টি ক্যাটাগরিতে (সাব-ক্যাটাগরি সহ) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন কনটেস্ট বিজয়ী হিসেবে ঘোষিত হবে। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হবার সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য থাকছে FUN CLUB OF MIAR HAT এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ।

🔰সকল অংশগ্রহণকরীকে আমাদের চলমান সর্বসাধারণ স্বীকৃত সমাজ নীতি, সংস্কৃতি, ধর্ম ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে অংশগ্রহণ করতে হবে।