দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের মানব দরদি মানুষ মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ।
মাদারীপুর জেলার কালকিনি থানার শিকার মঙ্গল ইউনিয়নের ৪,৫,৬,৭,৮,৯ এবং সিডিখান ৯ নং ওয়ার্ড এর ১০০ জনের অধিক শীতার্ত মানুষের পাশে দারিয়েছে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ।
আজ ৫ তারিখ সকাল ১০টার সময় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত এই মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ
অনুষ্ঠানের আয়োজন করে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ।
মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ধারাবাহিক ভাবে ভালো কাজের উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে মিয়ারহাটে। উল্লেখ্য করোনাকালীণ শীতবস্ত্রসহ লিবিয়া মৃত মিজানের পরিবারের পাশেও দাড়িয়েছিল
মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২।
এ বিষয় ফান ক্লাব অফ মিয়ারহাট প্রতিনিধির পাঠানো প্রতিবেদন
No comments:
Post a Comment