Monday, January 11, 2021

ফান ক্লাব অফ মিয়ারহাটের ৫ বছর পূর্তী উপলক্ষে কনটেস্ট(১)

Fun Club Of Miarhat এর ৫ বছর পূর্তী উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের চতুর্থ সিজনের প্রথম কনটেস্ট। কনটেস্ট এর বিষয় ফটোগ্রাফি। ফটোগ্রাফি বলতে আপনার ব্যক্তিগত তোলা ছবি (ছবিগুলো অবশ্যই  মিয়ারহাট সহ আশেপাশের এলাকার প্রকৃতি, স্থান, মোমেন্ট ক্যাপচার, লাইফস্টাইল ইত্যাদি বিষয়ক হতে হবে)।

কনটেস্ট এ অংশগ্রহণের নিয়মঃ-

* আগামী শুক্রবার (১৫ জানুয়ারি, ২০২১) সকাল ১০ঃ০০ টা হতে আগামী বুধবার (২০ জানুয়ারি, ২০২১) বিকেল ০৫ঃ০০ টা পর্যন্ত এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

* আপনাকে আপনার নিজের তোলা ছবি পোস্ট করতে হবে (কোনভাবেই অন্যের তোলা ছবি বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহণযোগ্য হবে না)

* এই ফটোগ্রাফি কনটেস্টে আপনাদের নিজেদের ছবি (মানে আপনি নিজে কোন ছবির ফ্রেমে বিদ্যমান এমন ছবি) গ্রহণযোগ্য হবে না।

* মাত্র ২-৩ লাইনের মধ্যে ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনে অবশ্যই লোকেশন উল্লেখ করতে হবে (এর বেশি হতে পারবে না, তবে এর বাইরেও আপনি চাইলে ডিভাইস এবং এডিটিং অ্যাপের নাম উল্লেখ করতে পারবেন)

* ক্যাপশনে #fcmwintercontest

#funclubmiarhat

#fcm5yearsanniversary থাকা বাধ্যতামূলক এবং বিশেষক্ষেত্রে ছবি সংক্রান্ত # (হ্যাশট্যাগ) দেয়া যাবে,  যেমনঃ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছবি হলে #miarhathighschool

কনটেস্টের মান বন্টনঃ-

* রিঅ্যাক্টঃ ২০

(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)

* কমেন্টঃ ২০

(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। পুনশ্চঃ এক আইডি থেকে ডাবল কমেন্ট করলে কমেন্ট কাউন্ট হবে না)

* হ্যাশট্যাগঃ ১০

(সঠিকভাবে আমাদের উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)

* বিচারকমন্ডলীঃ ৫০

(বিচারকমন্ডলী আপনার ছবির যে যে বিষয়গুলোর দিকে লক্ষ রেখে আপনাকে নম্বর প্রদাণ করবে তা হলোঃ ফ্রেমিং, ফটো কনটেন্ট, এডিটিং)

বিজয়ী ঘোষণাঃ উপরে উল্লেখিত এই মোট ১০০ নম্বরের মধ্যে যে ৫ জন সর্বোচ্চ নম্বর পাবেন তারাই হবে আমাদের চতুর্থ সিজনের ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ী। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হবার সর্বোচ্চ ৭ ঘন্টার মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য থাকছে Fun Club of Miarhat এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ।

আপনারা সবাই প্রস্তুত তো?


নমুনা ছবি দেখুন যেভাবে দিবেনঃ 



Tuesday, January 5, 2021

মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন সম্পন্ন

 

দেশে চলছে কনকনে শীতপাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের  মানব দরদি মানুষ মিয়ার  হা স্কুল ব্যাচ-২০১২   


মাদারীপুর জেলার কালকিনি থানার শিকার মঙ্গল ইউনিয়নের ,,,,, এবং সিডিখান  নং ওয়ার্ড এর ১০০ জনের অধিক শীতার্ত মানুষের  পাশে দারিয়েছে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ 

আজ  তারিখ  সকাল  ১০টার সময় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত এই মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ 

অনুষ্ঠানের আয়োজন করে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২    

 


মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ধারাবাহিক ভাবে ভালো কাজের উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে মিয়ারহাটে। উল্লেখ্য করোনাকালীণ শীতবস্ত্রসহ লিবিয়া মৃত মিজানের পরিবারের পাশেও দাড়িয়েছিল 

মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২। 

 

 বিষয়  ফান ক্লাব অফ মিয়ারহাট  প্রতিনিধির পাঠানো প্রতিবেদন