Thursday, December 24, 2020

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিয়ারহাট যুব সম্প্রদায়ের আয়োজনে ভলিবল খেলা


 “মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাটে এলাকার স্থানীয় যুব সম্প্রদায়ের তত্ত্বাবধানে ভলিবল খেলার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৬ই ডিসেম্বর, ২০২০ তারিখের বিকাল ঘটিকায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।



খেলায় বাংলাদেশের জাতীয় পতাকার রংয়ের নামধারী লাল দল সবুজ দল নামক দুইটি দল অংশগ্রহন করে। খেলায় লাল দল সবুজ দলকে ২ঃ০ সেটে পরাজিত করে। ম্যাচ শেষে জমকালো পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকার মঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল আলম মৃধা, শিকার মঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার উদ্দিন মৃধা, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ফজলুর রহমান , সহকারী প্রধাণ শিক্ষক আব্দুর রব চৌধুরী, সেচ্ছাসেবকলীগ সভাপতি রাজ্জাক মাল , মিয়ারহাট বাজার কমিটির সদস্য খালেক বেপারী , সালাম সিকদার , ইমাম মাল , মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী সেলিম। এছাড়া শিকারমঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা আয়োজন করতে বিশেষ ভূমিকা পালন করেন আল মামুন মৃধা , কাজী মোহন , আক্তার মল্লিক , মুফাচ্ছেল মাল , মশিউর রহমান , সুমন কাজী ,সবুজ মাল , আতাউর সরদার, মাহমুদ খান , রাজ্জাক খান , মিঠু মৃধা , ইমাম খান ,টিপু সুলতান উক্ত খেলা উপভোগ করে স্থানীয় দর্শকরা খুবই আনন্দিত। তারা প্রতিনিয়ত এমন আয়োজনের মাধ্যমে আনন্দমুখর সময় পেতে মুখিয়ে আছেন।

খেলাটি ফেসবুক লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের নানা জায়গায় অবস্থানরত মিয়ারহাটবাসীদের দেখার সুযোগ করে দেয় মিয়ারহাটের ঐতিহ্যবাহী অনলাইন প্লাটফর্ম ফান ক্লাব অফ মিয়ারহাট মহান বিজয় দিবস খেলাটি ঘিরে মিয়ারহাটবাসী একটা আনন্দমুখর সময় পার করেন। মাঠে মিয়ারহাট তরুণ সমাজ স্বাস্থ্যবিধি মোতাবেক খেলা উপভোগ করার জন্য বিশেষ ভুমিকা পালন করে।

 

No comments:

Post a Comment