হিটলার ছোট বেলায় তার খেলার সাথীদের বলতেন তোমরা যদি আমাকে প্রেসিডেন্ট বলে স্লোগান দাও তাহলে আমি তোমাদের মিষ্টি খাওয়াব। হিটলারের বন্ধুরা তখন হিটলারকে প্রেসিডেন্ট বলে স্লোগান দিতে লাগল। হিটলার সবাইকে মিষ্টির দোকানে নিয়ে গেলেন,সবাইকে মিষ্টি খাওয়ালেন।
কিন্তু দোকানদার যখন মিষ্টির বিল চাইলেন তখন হিটলার বললেন - দেখেন না ? ওরা আমার নামে স্লোগান দিচ্ছে,আমি এই দেশের প্রেসিডেন্ট ! প্রেসিডেন্টের মিষ্টির বিল দেয়া লাগেনা। হিটলার পরে যখন জার্মানির প্রেসিডেন্ট হয়ে ছিলেন তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ কি? তখন হিটলার হাসতে হাসতে বলেছিলেন- সর্ব প্রথম কাজ হচ্ছে সেই মিষ্টির দোকানের বিল পরিশোধ করা যে দোকানের মিষ্টি খেয়ে ছোট বেলায় আমি বিল না দিয়ে চলে এসেছিলাম।
কিন্তু দোকানদার যখন মিষ্টির বিল চাইলেন তখন হিটলার বললেন - দেখেন না ? ওরা আমার নামে স্লোগান দিচ্ছে,আমি এই দেশের প্রেসিডেন্ট ! প্রেসিডেন্টের মিষ্টির বিল দেয়া লাগেনা। হিটলার পরে যখন জার্মানির প্রেসিডেন্ট হয়ে ছিলেন তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ কি? তখন হিটলার হাসতে হাসতে বলেছিলেন- সর্ব প্রথম কাজ হচ্ছে সেই মিষ্টির দোকানের বিল পরিশোধ করা যে দোকানের মিষ্টি খেয়ে ছোট বেলায় আমি বিল না দিয়ে চলে এসেছিলাম।
No comments:
Post a Comment