মিয়ার হাটের সাড়া জাগানো তরুন প্রতিভা শত শত বালিকাদের স্বপ্নের পুরুষ নুরুজ্জামান
এখন বাংলাদেশের তরুন উদিয়মান মডেল । যিনি বন্ধু মহলে নুরু নামে পরিচিত। তিনি সম্প্রতি মডেলিং ছেড়ে অভিনয়ের দিকে ঝুকে পড়েছেন ।
এখন বাংলাদেশের তরুন উদিয়মান মডেল । যিনি বন্ধু মহলে নুরু নামে পরিচিত। তিনি সম্প্রতি মডেলিং ছেড়ে অভিনয়ের দিকে ঝুকে পড়েছেন ।
ইতিমধ্যে তিনি কলিকাতার তিনটি ছবির সাথে চুক্তি করেছেন । তিনি তার এলাকার সবাইর কাছে দোয়া চাচ্ছেন যেন তার নতুন পদচারনা সফল হয় । সেই সাথে সাথে তার সকল ফলোয়ারদের কাছে হ্মমা চেয়ে নিচ্ছেন তাদের সময় না দেওয়ার জন্য ।
ছবির মহরত কবে?? মিষ্টি ছাড়া কিন্তু হবে না।
ReplyDeleteহ ভাই সবাই মিষ্টির জন্য অপেহ্মা করতে পারি এখন।।
Deleteলিংক দেন ভাই
ReplyDelete