বাংলাদেশ ইউনিভাসিটি অফ বিসনেস এন্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাত্র হৃদয় পড়াশুনার পাশাপাশি অবসর সময় কাটে বন্ধুবান্ধব নিয়ে ফটোসুটে আর স্বপ্ন মডেলার হওয়ার ।
সেই স্বপ্ন বাস্তবায়নে দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি । ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছেন। তার মডেলিং নিয়ে ক্যারিয়ার গড়ার লহ্ম্য জানতে চাইলে তিনি জানান তিনি ভবিষৎ নিয়ে ভাবেন না জীবটাকে উপভোগ করে যেতে চান নিজের গতিতে তবে জীবন চলার পথে সকলের দোয়া চাচ্ছেন।
হৃদয়, তিনি তার বাক্তি জীবনে বন্ধুদের নিয়া একটা ফটোগ্রুপ 'Friends & Fun' এর সাথে সংযুক্ত আছেন তাদের গ্রুপের অন্য সদস্যরা হলো সজীব,নওমী,শাবা,মুন,তানভীর,নুমেল,সাফি ।
তিনি তার গ্রুপ নিয়ে অনেক দূর যেতে চান।
তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির থানার মৃধাকান্দী গ্রামে । তিনি তার এলাকার সকলের কাছে দোয়া চাচ্ছেন । যেন তার পথচলা সহজ হয়।