Wednesday, June 8, 2016

"FUN CLUB OF MIAR HAT"এর এক হাজারের মাইলফলক

আলহামদুলিল্লাহ ,

FUN CLUB OF MIAR HAT আজ ১০০০ এর গন্ডি পার করেছে । সবাইকে অশেষ ধন্যবাদ । সবাই একসাথে এগিয়ে যাব অনেক দূর।বিনোদনের মাধ্যম , সচেতনার জন্য, আমরা ফ্যান ক্লাবে মেতে উঠিছি। "FUN CLUB OF MIAR HAT" কোন রাজনৈতিক কাজের জন্য নহে , কারো উদ্দেশ্যে অপপ্রচারের জন্য নহে ,কোন বিকৃতমূলক কাজের জন্য নহে ,১৮+ টাইপের কিছু জন্য নহে ,এটা আমরা সবাই মেনে চলে এসেছি। "FUN CLUB OF MIAR HAT" শুধু সামাজিক মাধ্যমে বিনোদনের জন্য নয় আমরা সামাজিক নানা কাজে এগিয়ে আসবো এই প্রত্যাশা করতে পারি।আমাদের সমাজকে নতুন ভাবে তুলে ধরবো ।
ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের ফেইজবুকের পেইজ লাইক দিয়ে পাশে থাকুন 

"ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে এখন পযন্ত "FUN CLUB OF MIAR HAT" এ ৭২ টি ভিডিও ,১০৭২ টি ছবি, ৫৪৩ টি স্টাটাস সব গুলোই ছিল প্রানবন্ত।"

"Without Fun or recreation, life is impossible. Fun makes our heart cheerful! We can easily share our funny thinking and make everybody cheerful! Here, no politics, no partiality, no racism as well as no discrimination is allowed!!! Think everybody will participate 

Wednesday, April 6, 2016

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের ভক্ত।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের মেম্বার সিট গ্রহন করেছেন। এই উপলহ্মে তিনি হোয়াইহাউজে এক বিবৃতিতে জানিয়েছেন,'' ফ্যান ক্লাব অফ মিয়ার হাট আমার অবসরের বিনোদনের দারুন এক মাধ্যম। আমি সত্যিই দারুন উৎসহ পাই ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের কাজে ।''

ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের মেম্বার সিটের সম্মাননা নিয়ে তিনি হোয়াইট হাউজে হাসোজ্জল ভাবে ফটোসুট নেন এবং জানান তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ভ্রমনে আসবেন ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের  অফিসে । সেই  সাথে তিনি ২০ সদস্যের ''ফ্যান ক্লাব অফ মিয়ার হাটে'' এর টিমকে হোয়াইহাউজে আসার অনুরোধ করেছেন।।

Friday, March 11, 2016

কাজি তরিকুল ইসলাম স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে মিয়ারহাটবাসীরা একত্রিত।।

আমাদের মাঝে আর নেই কাজি তরিকুল ইসলাম স্বপন ভাই (ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)স্বপন  ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে  মিয়ারহাটবাসীরা একত্রিত বিভিন্ন জায়গায়  দেশী প্রবাসীরা একত্রিত মিয়ারহাট স্থানীয় ,ঢাকাস্থ মিয়ারহাট বাসী , সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা, কাতার প্রবাসী  মিয়ারহাটবাসীরা সবাই একত্রিত  ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে বসবে ,কাতার প্রবাসীরা আজ দোহায় বসবে , এভাবে মালেয়েশিয়া ,ইতালি, আমেরিকা,ইউরোপের সবাই সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এগিয়ে আসবেএক নজরে দেখে নিন বিভিন্ন মাধ্যমের বিভিন্ন সাড়া

প্রিয় দেশী প্রবাসী বন্ধুরা ,
আসসালামু আলাইকুমঅত্যান্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি বিগত ০৬-০৩-২০১৬ ইং রবিবার দিবাগত রাত ১টায় অস্ত্রধারী একদল ডাকাতকে মিয়ারহাট বাজারের দোকানে ডাকাতি করার সময় আমাদের যুব সম্প্রদায়ের অহংকার ,সাহসী প্রতিবাদী, মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী কাজি তরিকুল ইসলাম (স্বপন) পীর বাদশা মিঞ্জার প্রতিষ্টিত হাটের সম্মান রহ্মাথে জীবনের ঝুকি নিয়ে প্রতিরোধ করার চেষ্টাকালে ডাকাতের ছোড়া বুলেট দেশীয় অস্ত্রের আঘাতে চরমভাবে জখমবলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়
পরের দিন সোমবার (০৭-০৩-২০১৬ ) বেলা ১২টা১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)

প্রিয় বন্ধুরা,
মিয়ারহাট বাজার, স্কু্‌ল,জনসাধারন ,পরিবার ,পরিজন,বন্ধুমহল সবকিছু আছে।নেই শুধু আমাদের বন্ধু সাহসী ও প্রতিবাদী কাজি তরিকুল ইসলাম (স্বপন) ।
আসুন আমরা সবাই মিলে তার রেখে যাওয়া নিষ্পাপ দুটি মেয়ে ও তার অসহায় স্ত্রীর পাশে আথিক সাহায্যের হাত বাড়াই , আপনার এই সামান্য সাহায্য-ই হতে পারে তার অসহায় এতিম নিষ্পাপ মেয়ে দুটোর বেচে থাকার অবলম্বন।
অনুরোধ ক্রমে ।
আল-মামুন মৃধা - (০১৭১৬১৯৭২৫০)
আঃ রাজ্জাক মাল - (০১৭৪৩৯৯১১৫০)
কাজী মোহন - (০১৭১২৪৬৮৫৬২)
কালাম বেপারী - (০১৭১৪৯৩২২১৫)
মুফাজ্জেল মাল - (০১৭১৫৭১৮৮১৪)
মশিউর রহমান - (০১৭১৮৪১৩৫৯৪)
জাকির শিকদার - (০১৭২০৪৮৩৩১৮)

 সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীদের  ব্যাপক সাড়া


একটি মানবিক আবেদন
মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী, সকলের পরিচিত, মিয়ার হাটের কৃতি সন্তান, শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম স্বপন ভাই আজ আর আমাদের মাঝে নেই। গত ৬ই মার্চ গভীর রাতে মিয়ারহাটে ডাকাতিকালে ডাকতদের অপকর্মে বাধা দেওয়ায় কারণে ডাকাতের গুলিতে ও ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সপন ভাই। এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ মার্চ দুপুরের দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
তার মতো একজন সাহসী, তারুণ্যের প্রতীক, পরোপকারী মানুষকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে সেই ব্যর্থতাকে ঘোচানোর সুযোগ আমাদের সামনে রয়েছে। তার মাসুম দুটি বাচ্চা (মেয়ে) ও দিশেহারা স্ত্রীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে পারি আমরা। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা তাদের বেঁচে থাকার সম্বল হতে পারে। হতে পারে মাথার উপর ছায়া। আসুন স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে তার জন্য কিছু করি। আমাদের কর্ম দিয়ে সপন ভাইয়ের বিদেহী আত্মার শান্তি আনায়ন করি। আসুন সপন ভাইয়ের পরিবারের জন্য কিছু করতে আমরা সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা একত্রিত হই।
তারিখ : ১৩ মার্চ ২০১৬, রোববার
স্থান : জামান সেন্টার, সেরাঙ্গন রোড।
সময় : বিকেল ৫টা
যোগাযোগ :
১. সাহাবুদ্দিন সিকদার +65 91921427
২. মো. মহিউদ্দিন তুহিন +65 84328391
৩. মহসীন সরদার +65 85525393
৪. আসাদুজ্জামান খান +65 84838253
৫. ইমাম সিকদার +65 90786257
                                       ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে

একটি জরুরী ঘোষণা...।
ঢাকায় অবস্থানরত মিয়ার হাটের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।।
স্বপন ভাই আমাদের জন্য প্রান বিসর্জন দিয়েছেন, আমরা কি তার জন্য কিছু করতে পারি না? সবার কাছে আমার প্রশ্ন।।
আমরা সবাই আমাদের প্রিয় স্বপন ভাইয়ের কথা জানি,তার সাহস,কর্ম আমাদের চিরদিন স্মরণ থাকবে, ভুলবো না আপনাকে। স্বপন ভাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।
স্বপন ভাইয়ের চলে যাওয়া যদি আপনার মাঝে সামান্য পরিমাণ সহানুভূতি জাগায়, তাহলে চলে আসুন, বাড়িয়ে দিন আপনার হাত।
আগামী ১১ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট সবাই T.S.C ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকার অনুরোধ করছি।
প্রয়োজনেঃ
মলয় (01736711964)
কামরুল হাসান (০১৭৪১১২৬৫১৯)
কাজী মোহন  (01914803060)
মিজানুর রহমান (০১৯১১৯৮৭৬২৮)
সোলেমান (01736246829) 
আল মারুফ  (০১৭৭২৩২৯২৭৭)
সিদ্দিকুর রহমান (০১৭৩৪৮১৫২৫২)
মোস্তাফিজ (01723274045)

Friday, January 29, 2016

বাংলাদেশ ইউনিভাসিটি অফ বিসনেস এন্ড টেকনোলজির উদিয়মান মডেল ।

বাংলাদেশ ইউনিভাসিটি অফ বিসনেস এন্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাত্র হৃদয় পড়াশুনার পাশাপাশি অবসর সময় কাটে বন্ধুবান্ধব নিয়ে ফটোসুটে আর স্বপ্ন মডেলার হওয়ার  ।
সেই স্বপ্ন বাস্তবায়নে দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি । ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছেন। তার মডেলিং নিয়ে ক্যারিয়ার গড়ার লহ্ম্য জানতে চাইলে তিনি জানান তিনি ভবিষৎ নিয়ে ভাবেন না  জীবটাকে উপভোগ করে যেতে চান নিজের গতিতে তবে জীবন চলার পথে সকলের দোয়া চাচ্ছেন।
হৃদয়, তিনি তার বাক্তি জীবনে বন্ধুদের নিয়া একটা ফটোগ্রুপ 'Friends & Fun'  এর সাথে সংযুক্ত আছেন তাদের গ্রুপের অন্য সদস্যরা হলো সজীব,নওমী,শাবা,মুন,তানভীর,নুমেল,সাফি ।
তিনি তার গ্রুপ নিয়ে অনেক দূর যেতে চান।

তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির থানার মৃধাকান্দী গ্রামে । তিনি তার এলাকার সকলের কাছে দোয়া চাচ্ছেন । যেন তার পথচলা সহজ হয়।

Thursday, January 28, 2016

হিটলারের ছোট বেলা।

হিটলার ছোট বেলায় তার খেলার সাথীদের বলতেন তোমরা যদি আমাকে প্রেসিডেন্ট বলে স্লোগান দাও তাহলে আমি তোমাদের মিষ্টি খাওয়াব। হিটলারের বন্ধুরা তখন হিটলারকে প্রেসিডেন্ট বলে স্লোগান দিতে লাগল। হিটলার সবাইকে মিষ্টির দোকানে নিয়ে গেলেন,সবাইকে মিষ্টি খাওয়ালেন।

কিন্তু দোকানদার যখন মিষ্টির বিল চাইলেন তখন হিটলার বললেন - দেখেন না ? ওরা আমার নামে স্লোগান দিচ্ছে,আমি এই দেশের প্রেসিডেন্ট ! প্রেসিডেন্টের মিষ্টির বিল দেয়া লাগেনা। হিটলার পরে যখন জার্মানির প্রেসিডেন্ট হয়ে ছিলেন তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ কি? তখন হিটলার হাসতে হাসতে বলেছিলেন- সর্ব প্রথম কাজ হচ্ছে সেই মিষ্টির দোকানের বিল পরিশোধ করা যে দোকানের মিষ্টি খেয়ে ছোট বেলায় আমি বিল না দিয়ে চলে এসেছিলাম।

Wednesday, January 27, 2016

মিয়ার হাটের তরুন প্রতিভা নতুন মডেল নুরুজ্জামান।

মিয়ার হাটের সাড়া জাগানো তরুন প্রতিভা শত শত বালিকাদের স্বপ্নের পুরুষ নুরুজ্জামান
এখন বাংলাদেশের তরুন উদিয়মান মডেল । যিনি বন্ধু মহলে নুরু নামে পরিচিত। তিনি সম্প্রতি মডেলিং ছেড়ে অভিনয়ের দিকে ঝুকে পড়েছেন ।
ইতিমধ্যে তিনি কলিকাতার তিনটি ছবির সাথে চুক্তি করেছেন । তিনি তার এলাকার সবাইর কাছে দোয়া চাচ্ছেন যেন তার নতুন পদচারনা সফল হয় । সেই সাথে সাথে তার সকল ফলোয়ারদের কাছে হ্মমা চেয়ে নিচ্ছেন তাদের সময় না দেওয়ার জন্য ।