Saturday, April 30, 2022

Fun Club of Miar Hat এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের ৫ম সিজনের ১ম কনটেস্ট

Fun Club of Miar Hat এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের ৫ম সিজনের ১ম কনটেস্ট। এবারের কনটেস্টে রয়েছে তিনটি ক্যাটাগরি। একজন ব্যক্তি যেকোন দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। তবে দুইটি ক্যাটাগরির ভিতরের সাব-ক্যাটাগরির একাধিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।



🔰কনটেস্ট এর বিষয় সমূহঃ

১. সাহিত্যকর্ম

i. কবিতা, ছড়া

ii. গল্প, প্রবন্ধ

iii. খন্ড-উপন্যাস, নাটক

২. সাংস্কৃতিক কর্ম (ভিডিও’র ম্যাধমে স্পষ্টভাবে তুলে ধরতে হবে)

i. গজল

ii. কবিতা আবৃতি

iii. গান

৩. দৃশ্যায়ন দক্ষতা

i. ভিডিও (ফুড ও স্থান ব্লগিং, শৈশব বা যেকোন মার্জিত বিষয়)

ii. চিত্রাঙ্কণ

iii. ফটোগ্রাফি

iv. Meme (শালীন)


🔰কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলিঃ

✅অংশগ্রহণ প্রত্যাশীরা আগামী সোমবার (২৫ এপ্রিল, ২০২২) সকাল ১০:০০ টা হতে আগামী শনিবার (৩০ এপ্রিল, ২০২২) দুপুর ২ঃ০০ টা পর্যন্ত এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবে।

✅অবশ্যই সকল অংশগ্রহণকারীকে নিজের সৃষ্টিকর্ম আপলোড করতে হবে (কোনভাবেই অন্যের বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা কিছু গ্রহণযোগ্য হবে না)। একই সাথে ফটোগ্রাফি বা অঙ্কনের ক্ষেত্রে একাধিক ছবি গ্রহণযোগ্য নয়।

✅মাত্র ২-৩ লাইনের মধ্যে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনে নিম্নে উল্লেখিত হ্যাশট্যাগগুলো থাকা বাধ্যতামূলক এবং বিশেষক্ষেত্রে পোষ্ট সংক্রান্ত # (হ্যাশট্যাগ) দেয়া যাবে।

#fcmeidcontest2022 #fcmcontest2022 #funclubmiarhat

🔰 কনটেস্টের মান বন্টনঃ-

✅রিঅ্যাক্টঃ ২০

(আপনার পোস্ট করা সাহিত্য কর্ম, সাংস্কৃতিক পারফর্মেন্স, দৃশ্যায়ন দক্ষতা নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট পেলো তার উপর নির্ভর করে আপনার প্রাপ্ত নম্বর হিসাব করা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ রিঅ্যাক্টধারীর রিঅ্যাক্ট সংখ্যা হবে মানদন্ড)

✅ কমেন্টঃ ২০

(আপনার পোস্ট করা বিষয়বস্তুর উপর নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ কমেন্টধারীর কমেন্ট সংখ্যা হবে মানদণ্ড)

❌(এক আইডি থেকে একাধিক কমেন্ট গ্রহণযোগ্য হবে না)

✅হ্যাশট্যাগঃ ১০

(সঠিকভাবে উপরে উল্লেখিত হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে উক্ত নম্বর আপনার প্রাপ্ত নম্বর হিসেবে যুক্ত হবে)

✅ বিচারকমন্ডলীঃ ৫০

(বিচারকমন্ডলী আপনার পোস্ট করা বিষয়বস্তুর স্বত্বগত যাচাই ও ক্যাটাগরি অনুযায়ী বিচার বিশ্লেষণ করে প্রাপ্ত নম্বর দিবেন)

🔰বিজয়ী নির্বাচন ও পুরস্কার ঘোষণাঃ

✅উপরে উল্লেখিত এই মোট ১০০ নম্বরের মধ্যে ৩ টি ক্যাটাগরিতে (সাব-ক্যাটাগরি সহ) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন কনটেস্ট বিজয়ী হিসেবে ঘোষিত হবে। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হবার সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য থাকছে FUN CLUB OF MIAR HAT এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ।

🔰সকল অংশগ্রহণকরীকে আমাদের চলমান সর্বসাধারণ স্বীকৃত সমাজ নীতি, সংস্কৃতি, ধর্ম ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে অংশগ্রহণ করতে হবে।

Wednesday, June 23, 2021

"ফান ক্লাব অফ মিয়ার হাট" এর লোগোর ব্যাখ্যা

২১ জুন ২০২১আমরা কাস্টমাইজ করালাম আপনাদের সকলের প্রিয় ফান ক্লাব অফ মিয়ার হাট” এর অফিসিয়াল লোগো। 

এবার চলুন কাস্টমাইজড লোগোটিতে লুকিয়ে থাকা অর্থসমূহ ব্যাখ্যা

 করা যাক




১. স্বভাবতই মানুষ কোন কিছু নিয়ে চিন্তা করলে গালে হাত দেয় কিংবা চোখ উপরের দিকে একটু ঘুরিয়ে চিন্তা করেএখানে ঐ চোখদুটো দ্বারা সেই চিন্তাধারাকে নির্দেশ করা হয়েছে।

২. আমাদের জীবনে লেখালেখি শুরু হয় পেন্সিল দিয়েযাতে করে একটু অসুন্দর লিখলেও সেটা খুব সহজেই আবার সুন্দর করে লেখা যায়। এভাবেই ধীরে ধীরে আমরা আমাদের চিন্তাভাবনা নিয়েও লেখালেখি শুরু করিএখানে পেন্সিল দিয়ে শিক্ষার মাধ্যমকে  নির্দেশ করা হয়েছে।

৩. আপনাদের চিন্তাভবনা আর লেখালেখির মাঝে যে একটা ফাঁকা যায়গা থাকে বা লেখাটা প্রকাশ করার মত একটা প্ল্যাটফর্মের অভাবসেটা ঘুচিয়ে দেয়ার জন্য ফান ক্লাব অফ মিয়ার হাট” মানে মুক্ত ব্লগিং প্ল্যাটফর্মকে  নির্দেশ করা হয়েছে। এখানে আপনি আপনার সৃজনশীলতা শেয়ার করতে পারেন।

৪. যেকোন বিষয়কে মানুষ দুই ভাবে চিন্তা করেএকটা পক্ষে আরেকটা বিপক্ষে। আর সেই দুই চিন্তাধারার মানুষই এখানে মিলেমিশে আছেনসেটা নির্দেশ করছে দুই রঙের মাঝের মিলিত স্থানটি। মূলত মিয়ারহাটের সর্বস্তরের মানুষের প্ল্যাটফর্মকে বুঝানো হয়েছে।

৫. মিয়ারহাট এলাকার যেকোন সমস্যায় আমরা সকলে মিলে ঔষধের মত করে কাজ করবোতাই ঔষধ (ক্যাপসুল) আকৃতিটি ব্যবহার করা হয়েছে।

৬. উপরে উল্লেখিত সকল বিষয় সহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করে এবং মানুষকে সুস্থ বিনোদন (ফান) দেয়ার মাধ্যম হিসেবে যে প্ল্যাটফর্ম কাজ করে সেটাই ফান ক্লাব অফ মিয়ার হাট




অত্যন্ত শ্রমমেধা ও সময় দিয়ে যিনি আপনাদের-আমাদের সকলের প্রিয় ফান ক্লাব অফ মিয়ার হাট” এর লোগোটি সৃষ্টি করেছিলেন এবং সর্বশেষ কাস্টমাইজ করেছেন তিনি আর কেউ ননআমাদের সকলেরই পরিচিতঃ হাওলাদার মুহাম্মদ খালিদ । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন অর্থবহুল একটি লোগো তৈরী করে দেয়ার জন্য।

Monday, January 11, 2021

ফান ক্লাব অফ মিয়ারহাটের ৫ বছর পূর্তী উপলক্ষে কনটেস্ট(১)

Fun Club Of Miarhat এর ৫ বছর পূর্তী উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের চতুর্থ সিজনের প্রথম কনটেস্ট। কনটেস্ট এর বিষয় ফটোগ্রাফি। ফটোগ্রাফি বলতে আপনার ব্যক্তিগত তোলা ছবি (ছবিগুলো অবশ্যই  মিয়ারহাট সহ আশেপাশের এলাকার প্রকৃতি, স্থান, মোমেন্ট ক্যাপচার, লাইফস্টাইল ইত্যাদি বিষয়ক হতে হবে)।

কনটেস্ট এ অংশগ্রহণের নিয়মঃ-

* আগামী শুক্রবার (১৫ জানুয়ারি, ২০২১) সকাল ১০ঃ০০ টা হতে আগামী বুধবার (২০ জানুয়ারি, ২০২১) বিকেল ০৫ঃ০০ টা পর্যন্ত এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

* আপনাকে আপনার নিজের তোলা ছবি পোস্ট করতে হবে (কোনভাবেই অন্যের তোলা ছবি বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহণযোগ্য হবে না)

* এই ফটোগ্রাফি কনটেস্টে আপনাদের নিজেদের ছবি (মানে আপনি নিজে কোন ছবির ফ্রেমে বিদ্যমান এমন ছবি) গ্রহণযোগ্য হবে না।

* মাত্র ২-৩ লাইনের মধ্যে ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনে অবশ্যই লোকেশন উল্লেখ করতে হবে (এর বেশি হতে পারবে না, তবে এর বাইরেও আপনি চাইলে ডিভাইস এবং এডিটিং অ্যাপের নাম উল্লেখ করতে পারবেন)

* ক্যাপশনে #fcmwintercontest

#funclubmiarhat

#fcm5yearsanniversary থাকা বাধ্যতামূলক এবং বিশেষক্ষেত্রে ছবি সংক্রান্ত # (হ্যাশট্যাগ) দেয়া যাবে,  যেমনঃ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছবি হলে #miarhathighschool

কনটেস্টের মান বন্টনঃ-

* রিঅ্যাক্টঃ ২০

(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)

* কমেন্টঃ ২০

(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। পুনশ্চঃ এক আইডি থেকে ডাবল কমেন্ট করলে কমেন্ট কাউন্ট হবে না)

* হ্যাশট্যাগঃ ১০

(সঠিকভাবে আমাদের উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)

* বিচারকমন্ডলীঃ ৫০

(বিচারকমন্ডলী আপনার ছবির যে যে বিষয়গুলোর দিকে লক্ষ রেখে আপনাকে নম্বর প্রদাণ করবে তা হলোঃ ফ্রেমিং, ফটো কনটেন্ট, এডিটিং)

বিজয়ী ঘোষণাঃ উপরে উল্লেখিত এই মোট ১০০ নম্বরের মধ্যে যে ৫ জন সর্বোচ্চ নম্বর পাবেন তারাই হবে আমাদের চতুর্থ সিজনের ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ী। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হবার সর্বোচ্চ ৭ ঘন্টার মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য থাকছে Fun Club of Miarhat এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ।

আপনারা সবাই প্রস্তুত তো?


নমুনা ছবি দেখুন যেভাবে দিবেনঃ 



Tuesday, January 5, 2021

মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন সম্পন্ন

 

দেশে চলছে কনকনে শীতপাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের  মানব দরদি মানুষ মিয়ার  হা স্কুল ব্যাচ-২০১২   


মাদারীপুর জেলার কালকিনি থানার শিকার মঙ্গল ইউনিয়নের ,,,,, এবং সিডিখান  নং ওয়ার্ড এর ১০০ জনের অধিক শীতার্ত মানুষের  পাশে দারিয়েছে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ 

আজ  তারিখ  সকাল  ১০টার সময় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত এই মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ 

অনুষ্ঠানের আয়োজন করে মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২    

 


মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২ ধারাবাহিক ভাবে ভালো কাজের উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে মিয়ারহাটে। উল্লেখ্য করোনাকালীণ শীতবস্ত্রসহ লিবিয়া মৃত মিজানের পরিবারের পাশেও দাড়িয়েছিল 

মিয়ার হাট স্কুল ব্যাচ-২০১২। 

 

 বিষয়  ফান ক্লাব অফ মিয়ারহাট  প্রতিনিধির পাঠানো প্রতিবেদন 


 

 

 

 

Thursday, December 24, 2020

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিয়ারহাট যুব সম্প্রদায়ের আয়োজনে ভলিবল খেলা


 “মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাটে এলাকার স্থানীয় যুব সম্প্রদায়ের তত্ত্বাবধানে ভলিবল খেলার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৬ই ডিসেম্বর, ২০২০ তারিখের বিকাল ঘটিকায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।



খেলায় বাংলাদেশের জাতীয় পতাকার রংয়ের নামধারী লাল দল সবুজ দল নামক দুইটি দল অংশগ্রহন করে। খেলায় লাল দল সবুজ দলকে ২ঃ০ সেটে পরাজিত করে। ম্যাচ শেষে জমকালো পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকার মঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল আলম মৃধা, শিকার মঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার উদ্দিন মৃধা, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ফজলুর রহমান , সহকারী প্রধাণ শিক্ষক আব্দুর রব চৌধুরী, সেচ্ছাসেবকলীগ সভাপতি রাজ্জাক মাল , মিয়ারহাট বাজার কমিটির সদস্য খালেক বেপারী , সালাম সিকদার , ইমাম মাল , মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী সেলিম। এছাড়া শিকারমঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা আয়োজন করতে বিশেষ ভূমিকা পালন করেন আল মামুন মৃধা , কাজী মোহন , আক্তার মল্লিক , মুফাচ্ছেল মাল , মশিউর রহমান , সুমন কাজী ,সবুজ মাল , আতাউর সরদার, মাহমুদ খান , রাজ্জাক খান , মিঠু মৃধা , ইমাম খান ,টিপু সুলতান উক্ত খেলা উপভোগ করে স্থানীয় দর্শকরা খুবই আনন্দিত। তারা প্রতিনিয়ত এমন আয়োজনের মাধ্যমে আনন্দমুখর সময় পেতে মুখিয়ে আছেন।

খেলাটি ফেসবুক লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের নানা জায়গায় অবস্থানরত মিয়ারহাটবাসীদের দেখার সুযোগ করে দেয় মিয়ারহাটের ঐতিহ্যবাহী অনলাইন প্লাটফর্ম ফান ক্লাব অফ মিয়ারহাট মহান বিজয় দিবস খেলাটি ঘিরে মিয়ারহাটবাসী একটা আনন্দমুখর সময় পার করেন। মাঠে মিয়ারহাট তরুণ সমাজ স্বাস্থ্যবিধি মোতাবেক খেলা উপভোগ করার জন্য বিশেষ ভুমিকা পালন করে।