Thursday, December 24, 2020

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিয়ারহাট যুব সম্প্রদায়ের আয়োজনে ভলিবল খেলা


 “মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাটে এলাকার স্থানীয় যুব সম্প্রদায়ের তত্ত্বাবধানে ভলিবল খেলার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৬ই ডিসেম্বর, ২০২০ তারিখের বিকাল ঘটিকায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।



খেলায় বাংলাদেশের জাতীয় পতাকার রংয়ের নামধারী লাল দল সবুজ দল নামক দুইটি দল অংশগ্রহন করে। খেলায় লাল দল সবুজ দলকে ২ঃ০ সেটে পরাজিত করে। ম্যাচ শেষে জমকালো পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকার মঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল আলম মৃধা, শিকার মঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার উদ্দিন মৃধা, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ফজলুর রহমান , সহকারী প্রধাণ শিক্ষক আব্দুর রব চৌধুরী, সেচ্ছাসেবকলীগ সভাপতি রাজ্জাক মাল , মিয়ারহাট বাজার কমিটির সদস্য খালেক বেপারী , সালাম সিকদার , ইমাম মাল , মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী সেলিম। এছাড়া শিকারমঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা আয়োজন করতে বিশেষ ভূমিকা পালন করেন আল মামুন মৃধা , কাজী মোহন , আক্তার মল্লিক , মুফাচ্ছেল মাল , মশিউর রহমান , সুমন কাজী ,সবুজ মাল , আতাউর সরদার, মাহমুদ খান , রাজ্জাক খান , মিঠু মৃধা , ইমাম খান ,টিপু সুলতান উক্ত খেলা উপভোগ করে স্থানীয় দর্শকরা খুবই আনন্দিত। তারা প্রতিনিয়ত এমন আয়োজনের মাধ্যমে আনন্দমুখর সময় পেতে মুখিয়ে আছেন।

খেলাটি ফেসবুক লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের নানা জায়গায় অবস্থানরত মিয়ারহাটবাসীদের দেখার সুযোগ করে দেয় মিয়ারহাটের ঐতিহ্যবাহী অনলাইন প্লাটফর্ম ফান ক্লাব অফ মিয়ারহাট মহান বিজয় দিবস খেলাটি ঘিরে মিয়ারহাটবাসী একটা আনন্দমুখর সময় পার করেন। মাঠে মিয়ারহাট তরুণ সমাজ স্বাস্থ্যবিধি মোতাবেক খেলা উপভোগ করার জন্য বিশেষ ভুমিকা পালন করে।

 

Friday, July 24, 2020

বৃহস্পতিবার শুরু তৃতীয় সিজনের ২য় ফটোগ্রাফি কনটেস্ট - ফান ক্লাব অফ মিয়ারহাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে Fun Club of Miar Hat থেকে আরেকটি ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন হতে যাচ্ছে এটা হবে আমাদের তৃতীয় সিজনের ২য় ফটোগ্রাফি কনটেস্টে
FUN CLUB OF MIARHAT 


এবারের ফটোগ্রাফির বিষয় হলো " আকাশ" ।।

বর্ষার এই সিজনে আকাশ বিভিন্ন মনোমুগ্ধকর রুপ ধারন করে, আপনার ক্যামেরায় ধারন করে রাখুন এই রুপগুলো গোধুলি আকাশ ,রাতের আকাশ, মেঘলা আকাশ, রোদ্দুর আকাশ ইত্যাদি আকাশের ছবি তুলে রাখুন আপনার ছবিতে আকাশের সাথে অন্যন্য বিষয় রাখতে পারেন যেমন স্কুল, কলেজ , মাঠ, নদী প্রকৃতি ইত্যাদি তবে আকাশ অবশ্যই Subject হিসেবে রাখবেন বাকি (স্কুল, কলেজ , মাঠ, নদী প্রকৃতি ইত্যাদি) Object হিসেবে রাখবেন

এবারের ফটোগ্রাফি কনটেস্টে শুরু হবে এই মাসের ৩০ তারিখে চলবে টানা তিন দিন তো ৩০  তারিখের আগে আপনি সময় করে আপনার মোবাইল বা যে কোন ক্যামেরায় তুলে রাখুন একটি মুহুর্ত এবং তা তুলে ধরুন FUN CLUB OF MIAR HAT গ্রুপে

বিজয়ী জনের জন্য থাকছে Fun Club of Miarhat এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ

আপনারা সবাই প্রস্তুত তো?

FUN CLUB OF MIARHAT (Since January 2016)

Learn And Fun
Mail us: funclubmiarhat@gmail.com


Wednesday, July 22, 2020

ফান ক্লাব অফ মিয়ারহাটের সেরা ১০ ফটোগ্রাফার - তৃতীয় সিজনের প্রথম ফটোগ্রাফি কনটেস্ট


সম্মানিত গ্রুপ সদস্যগণ,
শুরুতেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের তৃতীয় সিজনের প্রথম ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণের জন্য। আমাদের এবারের এই ফটোগ্রাফি কনটেস্টে ৩৭ জন সদস্য অংশগ্রহণ করেছিলেন এবং পোস্ট করা হয়েছে ৫৬ টি। আপনারা প্রত্যেকেই অত্যন্ত সুন্দর ও অর্থবহুল ছবি তুলেছেন, কিন্তু প্রত্যেককে তো আর পুরস্কৃত করা সম্ভব নয় তাই দয়াকরে কেউ মন খারাপ করবেন না! কেননা সামনে আমরা আরোও বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করবো, ইন-শা-আল্লাহ!
আমরা প্রথমে ১ জন বিজয়ীকে পুরস্কৃত করবো ভেবেছিলাম, পরে সিদ্ধান্ত নিলাম ৩ জনকে পুরস্কৃত করবো এবং সব শেষে আপনাদের এত সুন্দর সুন্দর ছবি দেখে সিদ্ধান্ত নিলাম ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে ।


কিভাবে কনটেস্টের মান বন্টন করা হয়েছেঃ-

* রিঅ্যাক্টঃ ১০
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* কমেন্টঃ ১৫
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। পুনশ্চঃ এক আইডি থেকে ডাবল কমেন্ট করলে কমেন্ট কাউন্ট হবে না)
* হ্যাশট্যাগঃ ০৫
(সঠিকভাবে আমাদের উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* বিচারকমন্ডলীঃ ৩০
(বিচারকমন্ডলী আপনার ছবির যে যে বিষয়গুলোর দিকে লক্ষ রেখে আপনাকে নম্বর প্রদাণ করবে তা হলোঃ ফ্রেমিং, ফটো কনটেন্ট, এডিটিং)
সেরা ১০ জন ফটোগ্রাফের প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলোঃ-
  SL    No
Name
HashTag/
Caption
(Out of 05)
React
(Out of 10)
Comment
(Out of 15)

Judge
(Average)

Total
(Out of 60)
   1
05
05.40
02.60
28
41.00
   2
05
10.00
11.60
14
40.60
   3
05
04.70
01.00
29
39.70
   4
05
07.00
01.30
25
38.30
   5
05
06.70
08.00
18
37.70
   6
05
07.70
01.80
23
37.50
   7
05
04.10
03.00
25
37.10
  8
05
05.70
07.80
18
36.50
  9
05
05.10
03.00
22
35.10
   10
05
05.80
03.80
20
34.60

★বিজয়ী ঘোষণাঃ উপরে উল্লেখিত এই মোট ৬০ নম্বরের মধ্যে যে ৫ জন  সর্বোচ্চ নম্বর পাবেন তাহারা  হবে আমাদের তৃতীয় সিজনের  ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ী। ক্যাপশন+হ্যাশট্যাগ, রিঅ্যাক্ট, কমেন্ট এবং ৫ জন বিচারকের প্রদত্ত নম্বরের গড় নম্বরের হিসেবে মোট সর্বোচ্চ নম্বর পেয়েছেন যে পাঁচজন সদস্য তারা হলেনঃ
[বিঃদ্রঃ প্রত্যেক প্রতিযোগীর নামের সাথে তাদের তোলা নির্বাচিত ছবির লিংক দেয়া রয়েছে, তাদের নামের উপরে ক্লিক করলে তাদের তোলা নির্বাচিত ছবিটি দেখতে পাবেন]
বিজয়ী সদস্যদের পুরস্কার হিসেবে অবস্থানভেদে মোবাইল রিচার্জ/বিকাশ করা হয়েছে এবং সম্মাননা সনদ পরবর্তীতে সময় সুযোগ বুঝে আপনাদের হাতে হাতে পৌঁছে দেয়া হবে ইন-শা-আল্লাহ!

FUN CLUB OF MIARHAT
Learn And Fun
We are available here bellow these links:
Blog: https://funclubmiarhat.blogspot.com/
Facebook Page
Facebook Group
Instagram
Twitter:
Youtube:
Mail us: funclubmiarhat@gmail.com