Sunday, April 16, 2017

কাজী তরিকুল ইসলাম স্বপন ভাইকে নিয়ে নানা স্মৃতিচারন


ছবিটি আরো প্রায় ১৪ বছর আগের শিকারমঙ্গল ইউনিয়নের ছাত্রলীগের অনুষ্ঠান থেকে তোলা ছবিটি তুলেছেন প্রভাষক আল-মামুন ,তার পুরনো স্মৃতির অ্যালবাম থেকে নেয়া মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী, সকলের পরিচিত, মিয়ার হাটের কৃতি সন্তান, শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মরহুম কাজী তরিকুল ইসলাম স্বপন ভায়ের ছবি  ৬ই মার্চ ২০১৬ ইং গভীর রাতে মিয়ারহাটে ডাকাতিকালে ডাকতদের অপকর্মে বাধা দেওয়ায় কারণে ডাকাতের গুলিতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে সোহেল মৃধাসহ উনি আহত হন এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মার্চ ২০১৬ ইং দুপুরের দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যানকাজী তরিকুল ইসলাম স্বপন ভাই ছিলেন একজন সাহসী, তারুণ্যের প্রতীক, পরোপকারী মানুষমৃত্যুর আগে যিনি রেখে গেছেন মাসুম দুটি বাচ্চা (মেয়ে) , স্ত্রীর, পরিবার ,বহু আত্নীয় স্বজন আমাদের মিয়ারহাটকে
  মার্চ তার  মৃত্যুবাষিকী
যে যেখানে আছেন তার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ভাল থাকুক তার পরকাল

কাজী তরিকুল ইসলাম স্বপন ভাইকে নিয়ে সপ্তাহজুড়ে থাকছে নানা স্মৃতিচারন চোখ রাখুন মিয়ার হাটের পেইজের সাথে থাকুন শেয়ার করে টাইম্-লাইনে রেখে দিন

No comments:

Post a Comment