প্রিয়,
ফ্যান ক্লাব অফ মিয়ারহাট সদস্য বিন্দু।
শুরুতে সকলের প্রতি সালাম । আজ দেড় বছরে আমরা আস্তে আস্তে আমাদের প্রিয় ফেইজবুক গ্রুপ " ফ্যান ক্লাব অফ মিয়ারহাট" নিয়ে বেশ ভাল অবস্থানে আছি ।
"ফ্যান ক্লাব মিয়ার হাটে" প্যারাইভেসি পাবলিক সবাইর জন্য উন্মুক্ত যে কেউ এখানে পোস্ট দিতে পারবে বিনা বাধায় কে কোন সময় কোন অনুমতি ছাড়া । আশা করি সব সময় এটা থাকবে । রক্ত চাই , সাহায্য চাই নানা জরুলি পোস্ট নানা সময় নানা গ্রুপে পোস্ট করে দেখেছি কিছু গ্রুপ ওই পোস্ট গুলো অনেক পরে এপ্রুয়েল করেছে তাদের ওই আলসেমিতে সাহায্য পেতে অনেক দেরী হয়ে গেছে ।তাই সেই অভিজ্ঞতা থেকে "ফ্যান ক্লাব অফ মিয়ারহাট " সব সময় এই গ্রুপ সবাইর জন্য ওপেন রাখবে সবাইর সমান অধিকার ।
কোন ধরনের পোস্ট দিতে পারবে না মানে কোন ধরনের পোস্ট দিলে তা গ্রুপে রাখা হবে না বা গ্রুপ থেকে ব্লক খেতে পারবেন তা "ফ্যান ক্লাব অফ মিয়ার হাট গ্রুপ খোলার সময়ে বলা হয়েছিল । সবাই জন্য তা আবার বলা হচ্ছে
আপনার পোস্ট যদিঃ-
*আপনার পোস্ট যদি কোন রাজনীতি উদ্দেশ্য হাসিল
করার জন্য হয়
*কোন বর্ণবাদ মতামদ দিলে
*কোন লিঙ্গ বৈষম্য সৃষ্টি করলে
*মিয়ারহাট নিয়ে বাজে মন্তব্য করলে
*যে কোন লিঙ্ক শেয়ার করতে পারবেন কিন্তু তা
হালাল লিঙ্ক হতে হবে এর বাহিরে হলে ।
*কোন গোষ্টি বা জাতি বা ধমীয় উস্কানীমুলক পোস্ট
হলে ।
*বাংলাদেশে ক্রিকেট বা দেশের কোণ বিষয় নিয়ে মজা
করে পোস্ট দিলে
*কোন নিদিষ্ট গ্রুপ পক্ষপাত করে
এতো রুল দেওয়ার পর কেউ যদি ভুল করে, নানা সময় অজান্তে ভুল হয়ে থাকে (যদি বড় ভুল না হয় ) । গ্রুপে অনেক বড় ভাই বুঝদার অনেক এ আছেন আপনারা গঠনমূলক সমালোচনা , উপদেশ ,শাসন করে সংসোধন করে সাহায্য করবেন । চুপ চাপ থাকবেন না এড়িয়ে যাবেন না ।
এখন হ্যা কোথায় সমালোচনা , উপদেশ ,শাসন করে সংসোধন করে সাহায্য করবেন
গ্রুপেই পোস্ট দিয়ে বা পারসোনাল ভাবে । আপনি আপনার ফেইজবুকের ওয়ালে আশা করি এটা পোস্ট দিবেন না ।কেন ?উদাহরন দিচ্ছি
আপণাকে একটা প্রডাক্ট সেল দেওয়ার দায়িপ্ত দেওয়া হল ধরেন পোডাক্টটা আইসক্রিম । তো আপনি আইসক্রিমের ম্যাকেটিং হাসপাতালের সামনে করতে যাবেন না,
আপনি যাবেন স্কুল বা মাকেটের আশপাশে । কারন আইসক্রিম আপনার হাসপাতালের কেউ কিনবে না । মিয়ারহাট স্কুলের কিছু পোস্ট নিয়ে দেখলাম নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে নাউজুবিল্লাহ ,
অসতাফফিরুল্লাহ সহ নানা মন্তব্যে ভাসাইয়া দিছেন তাদের সাথে কানাডা ,
ভারতি ,
নোয়াখালি ,
ইত্যাদি মানুষে কটু কথায় মেতে উঠছেন । অথচ তারা মিয়ারহাটের নাম জানে না । মিয়ার হাট স্কুলের ফেইজবুক গ্রুপ আছে ( মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় বা Miar Hat High School )
যেখানে শুধু মিয়ার হাটের স্কুলের মানুষ আছে সেখানে যদি বিষয়টা শেয়ার করা যাইতো বিষয়টা অনেক সুন্দর হতো ।মিয়ার হাটের সুনাম আপনি সব জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিতে পারে কিন্তু নেভেটিব বিষয় নিয়ে জলগোলার কোন মানে নেই বাহিরে ।
আপনি সমালোচনা , উপদেশ ,শাসন করে সাহায্য করবেন নিদিষ্ট কমিউনিটি এর বাহিরে না বিষয়টা আশা করি পজিটিবলি ভেবে দেখবেন ।
আপনারা জেনে খুশি হবেন অত্র দুই চার এলাকার চেয়ে আমাদের ছেলে-মেয়ের ফেইজবুক এই ভাচুয়াল জগত অনেক সাজানো গুছানো ।
মিয়ারহাট বাসিদের মতন কমিউনিটি খুবই কম আছে । এটা কিন্তু এক দুই দিনে গড়ে উঠে নাই । যাদের এনালাইসির করার শক্তি থাকে তাহলে বিষয়টা বুঝতে পারছেন ।
হচ্ছে কি-এই গ্রুপে মজা হবে ,শিক্ষনীয় অনেক কিছু থাকবে।শুধু মনে রাখতে হবে এখানে আমাদের বড় ভাই/বোনও শামিল আছে।আমরা এমন কোনো পোস্ট দেব না যা আমাদের অন্যের কাছে প্রশ্নবিদ্ধ হয়।যদি কারো চুলকানি বেশি হয় তবে সে সরাসরি ইনবক্সে চ্যাট করুক,কোনো সমেস্যা নাই।যেমন ধরেন আমি বা আপনি এটা ওটা নিয়ে লিখি।অনেকের সাথে ঝগড়া হয়,আবার মিলও হয়।এটা ব্যক্তিগত প্রোফাইলে লেখি।কিন্তু যখন গ্রুপে পোস্ট দিব তখন তা অবশ্যই সার্বজনীন হতে হবে।একপক্ষ মজা নিবে আরএক পক্ষ লজ্জা পাবে তা হওয়া উচিৎ নয়।
মিয়ার হাট তথা আমাদের অত্র এলাকার উন্নয়ন মূলক ব্যাপার ,মৃত্যুর সংবাদ,দুর্ঘটনা,অসহায় শিক্ষাত্রীদের জন্য এমনকি অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়ানো;এসব ব্যাপার আমরা এগিয়ে আসবো ।যেমন শীত পীড়িত কোনো বা্চ্চা বা বুড়ো মানুষকে শীত বস্র দান।এতে করে কিছুটা সামাজিক দায়ভার নেয়া সম্ভব।
FUN CLUB OF MIAR HAT
এখন ফেইজবুকের স্বীকৃ্ত Fun Club of Miar Hat এর একটি অফিসিয়াল গ্রুপ 😎
। 🤝
। প্রতিনিয়ত মিয়ার হাটের সাথে সাথে যুক্ত মানুষদের এড দিয়ে যান।সবাইকে এইভাবে সহোযোগিতা করার অনুরোধ রইলো ।
শুধু যদি মেম্বার বাড়ানো গ্রুপ হতো তা হলে এই সময়ের মধ্য এই গ্রুপকে কয়েক লহ্ম মেম্বার বানাতে পারতাম সেই অনেক আগে সেই সংগ্রহশালা আছে কিন্তু তা করি নাই কারন আমাদের লহ্ম্য এটা না ।
বেশি বেশি করে মিয়ারহাটের সাথে যুক্ত মানুষদের এড দিন এর বাহিরে নয় ।
যারা মিয়ার হাট চিনি না, মিয়ার হাটের নাম পযন্ত আগে শুনে নাই , ওই ধরনের কাতার, আমেরিকা , নোয়াখালী ,চাঁদপর , ইন্ডিয়া ,পাকিস্তান ইত্যাদি মানুষকে গ্রুপে এড দিয়েন না । যদিও অনেক বলে দেওয়ার পর ও এড দিছেন যার কারনে গ্রুপ্টা কিছু হজবরল । কিন্তু বেশী বেশী করে আমাদের প্রতিবেশী এলাকার ভাইদের এড দিতে পারেন ।
এক বছরের বেশি সময়ে আমরা বেশ ভাল অবস্থানে আছি । প্রতিনিয়ত আড্ডা ,ফ্যান , শিহ্মা , সচেতনায় , সহোযোগিতায় মেতে উঠছি ফ্যান ক্লাব অফ মিয়ার হাটে । আশা করি এভাবেই আমরা আরো অনেক দূর যাবো ।ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের সকল মেম্বারদের অনেক ধন্যবাদ এই রকম একটি আনন্দময় কমিউনিটি উপহার দেওয়ার জন্য।
Fun makes our heart cheerful! We can easily share our funny thinking and make everybody cheerful! Here, no politics, no partiality, no racism as well as no discrimination is allowed!!! Think everybody will participate willingly.........!!!
ব্লকঃ funclubmiarhat.blogspot.com
6/8/2016