২১ জুন ২০২১, আমরা কাস্টমাইজ করালাম আপনাদের সকলের প্রিয় “ফান ক্লাব অফ মিয়ার হাট” এর অফিসিয়াল লোগো।
এবার চলুন কাস্টমাইজড লোগোটিতে লুকিয়ে থাকা অর্থসমূহ ব্যাখ্যা
করা যাক
১. স্বভাবতই মানুষ কোন কিছু নিয়ে চিন্তা করলে গালে হাত দেয় কিংবা চোখ উপরের দিকে একটু ঘুরিয়ে চিন্তা করে, এখানে ঐ চোখদুটো দ্বারা সেই চিন্তাধারাকে নির্দেশ করা হয়েছে।
২. আমাদের জীবনে লেখালেখি শুরু হয় পেন্সিল দিয়ে, যাতে করে একটু অসুন্দর লিখলেও সেটা খুব সহজেই আবার সুন্দর করে লেখা যায়। এভাবেই ধীরে ধীরে আমরা আমাদের চিন্তাভাবনা নিয়েও লেখালেখি শুরু করি, এখানে পেন্সিল দিয়ে শিক্ষার মাধ্যমকে নির্দেশ করা হয়েছে।
৩. আপনাদের চিন্তাভবনা আর লেখালেখির মাঝে যে একটা ফাঁকা যায়গা থাকে বা লেখাটা প্রকাশ করার মত একটা প্ল্যাটফর্মের অভাব, সেটা ঘুচিয়ে দেয়ার জন্য “ফান ক্লাব অফ মিয়ার হাট” মানে মুক্ত ব্লগিং প্ল্যাটফর্মকে নির্দেশ করা হয়েছে। এখানে আপনি আপনার সৃজনশীলতা শেয়ার করতে পারেন।
৪. যেকোন বিষয়কে মানুষ দুই ভাবে চিন্তা করে, একটা পক্ষে আরেকটা বিপক্ষে। আর সেই দুই চিন্তাধারার মানুষই এখানে মিলেমিশে আছেন, সেটা নির্দেশ করছে দুই রঙের মাঝের মিলিত স্থানটি। মূলত মিয়ারহাটের সর্বস্তরের মানুষের প্ল্যাটফর্মকে বুঝানো হয়েছে।
৫. মিয়ারহাট এলাকার যেকোন সমস্যায় আমরা সকলে মিলে ঔষধের মত করে কাজ করবো, তাই ঔষধ (ক্যাপসুল) আকৃতিটি ব্যবহার করা হয়েছে।
৬. উপরে উল্লেখিত সকল বিষয় সহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করে এবং মানুষকে সুস্থ বিনোদন (ফান) দেয়ার মাধ্যম হিসেবে যে প্ল্যাটফর্ম কাজ করে সেটাই “ফান ক্লাব অফ মিয়ার হাট”।
অত্যন্ত শ্রম, মেধা ও সময় দিয়ে যিনি আপনাদের-আমাদের সকলের প্রিয় “ফান ক্লাব অফ মিয়ার হাট” এর লোগোটি সৃষ্টি করেছিলেন এবং সর্বশেষ কাস্টমাইজ করেছেন তিনি আর কেউ নন, আমাদের সকলেরই পরিচিতঃ হাওলাদার মুহাম্মদ খালিদ । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন অর্থবহুল একটি লোগো তৈরী করে দেয়ার জন্য।