Friday, July 24, 2020

বৃহস্পতিবার শুরু তৃতীয় সিজনের ২য় ফটোগ্রাফি কনটেস্ট - ফান ক্লাব অফ মিয়ারহাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে Fun Club of Miar Hat থেকে আরেকটি ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন হতে যাচ্ছে এটা হবে আমাদের তৃতীয় সিজনের ২য় ফটোগ্রাফি কনটেস্টে
FUN CLUB OF MIARHAT 


এবারের ফটোগ্রাফির বিষয় হলো " আকাশ" ।।

বর্ষার এই সিজনে আকাশ বিভিন্ন মনোমুগ্ধকর রুপ ধারন করে, আপনার ক্যামেরায় ধারন করে রাখুন এই রুপগুলো গোধুলি আকাশ ,রাতের আকাশ, মেঘলা আকাশ, রোদ্দুর আকাশ ইত্যাদি আকাশের ছবি তুলে রাখুন আপনার ছবিতে আকাশের সাথে অন্যন্য বিষয় রাখতে পারেন যেমন স্কুল, কলেজ , মাঠ, নদী প্রকৃতি ইত্যাদি তবে আকাশ অবশ্যই Subject হিসেবে রাখবেন বাকি (স্কুল, কলেজ , মাঠ, নদী প্রকৃতি ইত্যাদি) Object হিসেবে রাখবেন

এবারের ফটোগ্রাফি কনটেস্টে শুরু হবে এই মাসের ৩০ তারিখে চলবে টানা তিন দিন তো ৩০  তারিখের আগে আপনি সময় করে আপনার মোবাইল বা যে কোন ক্যামেরায় তুলে রাখুন একটি মুহুর্ত এবং তা তুলে ধরুন FUN CLUB OF MIAR HAT গ্রুপে

বিজয়ী জনের জন্য থাকছে Fun Club of Miarhat এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ

আপনারা সবাই প্রস্তুত তো?

FUN CLUB OF MIARHAT (Since January 2016)

Learn And Fun
Mail us: funclubmiarhat@gmail.com


Wednesday, July 22, 2020

ফান ক্লাব অফ মিয়ারহাটের সেরা ১০ ফটোগ্রাফার - তৃতীয় সিজনের প্রথম ফটোগ্রাফি কনটেস্ট


সম্মানিত গ্রুপ সদস্যগণ,
শুরুতেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের তৃতীয় সিজনের প্রথম ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণের জন্য। আমাদের এবারের এই ফটোগ্রাফি কনটেস্টে ৩৭ জন সদস্য অংশগ্রহণ করেছিলেন এবং পোস্ট করা হয়েছে ৫৬ টি। আপনারা প্রত্যেকেই অত্যন্ত সুন্দর ও অর্থবহুল ছবি তুলেছেন, কিন্তু প্রত্যেককে তো আর পুরস্কৃত করা সম্ভব নয় তাই দয়াকরে কেউ মন খারাপ করবেন না! কেননা সামনে আমরা আরোও বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করবো, ইন-শা-আল্লাহ!
আমরা প্রথমে ১ জন বিজয়ীকে পুরস্কৃত করবো ভেবেছিলাম, পরে সিদ্ধান্ত নিলাম ৩ জনকে পুরস্কৃত করবো এবং সব শেষে আপনাদের এত সুন্দর সুন্দর ছবি দেখে সিদ্ধান্ত নিলাম ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে ।


কিভাবে কনটেস্টের মান বন্টন করা হয়েছেঃ-

* রিঅ্যাক্টঃ ১০
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* কমেন্টঃ ১৫
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। পুনশ্চঃ এক আইডি থেকে ডাবল কমেন্ট করলে কমেন্ট কাউন্ট হবে না)
* হ্যাশট্যাগঃ ০৫
(সঠিকভাবে আমাদের উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* বিচারকমন্ডলীঃ ৩০
(বিচারকমন্ডলী আপনার ছবির যে যে বিষয়গুলোর দিকে লক্ষ রেখে আপনাকে নম্বর প্রদাণ করবে তা হলোঃ ফ্রেমিং, ফটো কনটেন্ট, এডিটিং)
সেরা ১০ জন ফটোগ্রাফের প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলোঃ-
  SL    No
Name
HashTag/
Caption
(Out of 05)
React
(Out of 10)
Comment
(Out of 15)

Judge
(Average)

Total
(Out of 60)
   1
05
05.40
02.60
28
41.00
   2
05
10.00
11.60
14
40.60
   3
05
04.70
01.00
29
39.70
   4
05
07.00
01.30
25
38.30
   5
05
06.70
08.00
18
37.70
   6
05
07.70
01.80
23
37.50
   7
05
04.10
03.00
25
37.10
  8
05
05.70
07.80
18
36.50
  9
05
05.10
03.00
22
35.10
   10
05
05.80
03.80
20
34.60

★বিজয়ী ঘোষণাঃ উপরে উল্লেখিত এই মোট ৬০ নম্বরের মধ্যে যে ৫ জন  সর্বোচ্চ নম্বর পাবেন তাহারা  হবে আমাদের তৃতীয় সিজনের  ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ী। ক্যাপশন+হ্যাশট্যাগ, রিঅ্যাক্ট, কমেন্ট এবং ৫ জন বিচারকের প্রদত্ত নম্বরের গড় নম্বরের হিসেবে মোট সর্বোচ্চ নম্বর পেয়েছেন যে পাঁচজন সদস্য তারা হলেনঃ
[বিঃদ্রঃ প্রত্যেক প্রতিযোগীর নামের সাথে তাদের তোলা নির্বাচিত ছবির লিংক দেয়া রয়েছে, তাদের নামের উপরে ক্লিক করলে তাদের তোলা নির্বাচিত ছবিটি দেখতে পাবেন]
বিজয়ী সদস্যদের পুরস্কার হিসেবে অবস্থানভেদে মোবাইল রিচার্জ/বিকাশ করা হয়েছে এবং সম্মাননা সনদ পরবর্তীতে সময় সুযোগ বুঝে আপনাদের হাতে হাতে পৌঁছে দেয়া হবে ইন-শা-আল্লাহ!

FUN CLUB OF MIARHAT
Learn And Fun
We are available here bellow these links:
Blog: https://funclubmiarhat.blogspot.com/
Facebook Page
Facebook Group
Instagram
Twitter:
Youtube:
Mail us: funclubmiarhat@gmail.com

Monday, July 13, 2020

"Fun club of Miarhat" এর তৃতীয় সিজনের ফটোগ্রাফি কনটেস্ট শুরু শুক্রুবার


কনটেস্ট! কনটেস্ট!! কনটেস্ট!!!

Fun club of Miarhat এর তৃতীয় সিজনের কনটেস্ট শুরু হবে ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি বলতে আপনার ব্যক্তিগত তোলা ছবি (প্রাকৃতিক, স্থান, মোমেন্ট ক্যাপচার, লাইফস্টাইল, ওয়াইল্ড লাইফ ইত্যাদি)।


 কনটেস্ট এ অংশগ্রহণের নিয়মেঃ-

* আগামী শুক্রবার (১৭ জুলাই, ২০২০) সকাল ১০ঃ০০ টা হতে আগামী শনিবার (১৮ জুলাই, ২০২০) বিকেল ০৫ঃ০০ টা পর্যন্ত #প্রথম_কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
* আপনাকে আপনার নিজের তোলা ছবি পোস্ট করতে হবে (কোনভাবেই অন্যের তোলা ছবি বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহণযোগ্য হবে না)
* এই ফটোগ্রাফি কনটেস্টে আপনাদের নিজেদের ছবি (মানে আপনি নিজে কোন ছবির ফ্রেমে বিদ্যমান এমন ছবি) গ্রহণযোগ্য হবে না।
* মাত্র ২-৩ লাইনের মধ্যে ক্যাপশন দিতে হবে (এর বেশি হতে পারবে না, তবে এর বাইরেও আপনি চাইলে ডিভাইস এবং এডিটিং অ্যাপের নাম উল্লেখ করতে পারবেন)
* ক্যাপশনে #contest #funclubmiarhat থাকা বাধ্যতামূলক এবং বিশেষক্ষেত্রে ছবি সংক্রান্ত # (হ্যাশট্যাগ) দেয়া যাবে, যেমনঃ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছবি হলে #miarhathighschool

কনটেস্টের মান বন্টনঃ-

* রিঅ্যাক্টঃ ১০
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* কমেন্টঃ ১৫
(আপনার পোস্ট করা ছবিতে নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ কমেন্ট আসলো তার উপর নির্ভর করে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে। পুনশ্চঃ এক আইডি থেকে ডাবল কমেন্ট করলে কমেন্ট কাউন্ট হবে না)
* হ্যাশট্যাগঃ ০৫
(সঠিকভাবে আমাদের উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার নামের সামনে আপনার প্রাপ্ত নম্বর যুক্ত হবে)
* বিচারকমন্ডলীঃ ৩০
(বিচারকমন্ডলী আপনার ছবির যে যে বিষয়গুলোর দিকে লক্ষ রেখে আপনাকে নম্বর প্রদাণ করবে তা হলোঃ ফ্রেমিং, ফটো কনটেন্ট, এডিটিং)

বিজয়ী ঘোষণাঃ 

উপরে উল্লেখিত এই মোট ৬০ নম্বরের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর পাবেন তিনি হবে আমাদের তৃতীয় সিজনের প্রথম ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ী। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হবার সর্বোচ্চ ৭ ঘন্টার মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য থাকছে Fun Club of Miarhat এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ।

আপনারা সবাই প্রস্তুত তো? 

Monday, July 6, 2020

"ফান ক্লাব অফ মিয়ারহাট" কি ধরনের প্লাটফর্ম ?


প্রিয় ফান ক্লাব অফ মিয়ারহাটবাসী,
আমাদের এই গ্রুপ "ফান ক্লাব অফ মিয়ারহাট" সম্পর্কে আপনারা প্রায় সকলেই মোটামুটি অবগত।
জানুয়ারী ২০১৬ হতে এটি সফলতার সঙ্গে চলে আসছে । আমাদের এই ফেসবুক গ্রুপটি কেবলমাত্র একটি ফেইজবুক গ্রুপই না, এটি এমন একটি প্লাটফর্ম যেটি মিয়ারহাটের পরিচিতি বাংলাদেশ এবং সমস্ত বিশ্বের কাছে পজিটিভলি  ফুটে তুলছে  এবং মিয়ারহাটের সাথে পরিচিত এমন লোকদের মধ্যে সেতুবন্ধন তৈরী করেছে।
Google অথবা যে কোন সোশ্যাল সাইটে এ “Fun Club of Miarhat লিখে সার্চ দিলেই ফলাফল নিজ চোখে দেখতে পাবেন  আমাদের অভিজ্ঞ সাইবার টিম মিয়ারহাটের পরিচিতি বাংলাদেশ এবং সমস্ত বিশ্বের কাছে পজিটিভলি  ফুটে তুলে যাচ্ছেন  । আমরা গুগল লোকাল গাইডে মিয়ারহাটের পরিচিতি ফুটে তুলতে কাজ করে যাচ্ছি । মিয়ারহাটের বিভিন্ন  স্কুল,মসজিদ,বাজার ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান গুগল  ম্যাপে জায়গা করে দিচ্ছি । সেই উদ্দেশ্যে আমাদের সাইবার টিম কাজ করে যাচ্ছে ।

আমরা এই গ্রুপের কার্যক্রম কেবল মাত্র এসবেই সীমাবদ্ধ রাখিনি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিনোদন,শিক্ষামূলক, সাহায্য-সহযোগিতা মূলক কাজ করে যাচ্ছি । কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি এবং বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরষ্কারে পুরষ্কৃত করা হয়েছে ,মিয়ারহাটের ক্রিয়ায় সহযোগিতা করা হয়েছে   বন্যার্তদের সহযোগিতার জন্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সেবামূলক  প্রাটফম “ইয়ুথ রাইজিং নেটওয়ার্ক”কে  সহযোগিতা করেছি  (উল্লেখ্য মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের  সাবেক কৃতি ছাত্রী মিথিলা তানিয়া “ইয়ুথ রাইজিং নেটওয়ার্ক” এর  সদস্য)। এছাড়া মিয়ারহাট  ভিক্তিক বিভিন্ন সেবামূলক কাজের প্রচারণায় সহযোগিতা করে যাচ্ছি ।
শ্রীঘ্রই আমাদের "ফান ক্লাব অফ মিয়ারহাট" থেকে মিয়ারহাট বাসীদের অভিজ্ঞ বিসিএস ক্যাডার ডাক্তার দিয়ে ফ্রী মেডিকেল সেবা দেওয়া হবে  
আমরা মিয়ারহাট ভিক্তিক বিভিন্ন সংঘটনের সাথে  কাজ করে যেতে চাই  
আমাদের “ফান ক্লাব অফ মিয়ারহাট” ধরণ হলো মুক্ত ব্লগিং প্লাটফর্ম”/ ম্যাগাজিন/ক্লাব  
FUN CLUB OF MIARHAT
Learn And Fun
We are available here bellow these links:
Blog: https://funclubmiarhat.blogspot.com/
Facebook Page
Facebook Group
Instagram
Twitter:
Youtube:
Mail us: funclubmiarhat@gmail.com