Sunday, July 23, 2017

কুইজে অংশগ্রহন করে জিতে দিন fun club of miarhat বিশেষ টি-শার্ট


সম্মানিত ফ্যান এবং মেম্বার,

সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,
আবার শুরু হতে যাচ্ছে Fun Club of MiarHat এর কুইজ ক্যাম্পেইন। যদিও পিছনে আমরা টানা ৩ মাস প্রতি সপ্তাহে শুক্রবারে এর আয়োজন করে আসছিলাম কিন্তু সঙ্ঘত কারণেই সেটা বন্ধ করে দেয়া হয়েছিলো।

যাইহোক, এবার আমরা যে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি সেটা আগের তুলনায় অনেক ব্যতিক্রম ভাবে করা হবে। আগে শুক্রবার সকালে কুইজ দেয়া হতো এবং রাত ৮ টার সময় ফলাফল ঘোষণা করা হত।

কিন্তু এবার একটা ক্যাম্পেইন চলবে টানা ৩ দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতি বার), প্রতিদিনে ৫ করে প্রশ্ন করা হবে। তারমানে একটা ক্যাম্পেইন-এ ১৫ টা প্রশ্ন থাকবে। কুইজ এর উত্তর (উত্তর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ-এ #Inbox করতে হবে, কোন ভাবেই#Comment গ্রহণযোগ্য হবে না) দেয়ার সময় সন্ধা ০৭:০০ - রাত ১১:৫৯। ৩ দিন মিলে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন আমাদের #ফান_ক্লাব এর টি-শার্ট। বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার।

বিঃ দ্রঃ উক্ত কুইজ ক্যাম্পেইন চলবে টানা ৩ সপ্তাহ। আর তারপরে আবার ২ সপ্তাহ চলবে সেরা লেখা এবং চিত্রাঙ্কন ক্যাম্পেইন।

ফেইজবুক অফিশিয়াল পেইজঃ Fun Club ofMiar Hat
ফেইজবুক অফিশিয়াল গ্রুপঃ FUN CLUB OFMIAR HAT
ব্লগ সাইট অফিশিয়ালঃ https://funclubmiarhat.blogspot.com/





So, All the fan and members of our community be ready for our exclusive campaign and prepared yourself.